সঙ্গীতের স্বরলিপি পদ্ধতি

আজকে আমরা স্বরলিপি পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। মাত্রা,ছন্দ ও বিভাগ অনুযায়ী তালি ও খালির সহযোগে লিপিবদ্ধ করাকে স্বরলিপি বলে । স্বরলিপি হল লিখিত চিহ্নের দ্বারা সাঙ্গীতিক স্বরকে লিপিবদ্ধ করার পদ্ধতি। বহু প্রাচীন সভ্যতায় বিভিন্ন প্রতীকের সাহায্যে সুর লিপিবদ্ধ করার প্রচলন থাকলেও তা আধুনিক স্বরলিপির মত স্বয়ংসম্পূর্ণ ছিল না। মধ্যযুগীয় ইউরোপে প্রথম স্বয়ংসম্পূর্ণ স্বরলিপি লিখন পদ্ধতি গড়ে ওঠে এবং পরবর্তীকালে তা সমগ্র বিশ্বের বিভিন্ন ধরনের সঙ্গীতে গৃহীত হয়।

স্বরলিপি পদ্ধতি

স্বরলিপি পদ্ধতি

 

স্বরলিপি লিখন পদ্ধতির প্রকার:

  • আকারমাত্রিক (সা রে গা মা পা ধা না র্সা, সা -া -া -া)
  • দণ্ডমাত্রিক (স র গ ম প ধ ন র্স, স – – -)
  • ভাতখণ্ডে পদ্ধতি
  • বিষ্ণুদিগম্বর পদ্ধতি

বিগত শতাব্দীর যে দুজন স্বরলিপি লেখার পদ্ধতি আবিষ্কার করেন গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের আমাদের স্মরণ রাখা উচিত। এঁরা হলেন স্বনামধন্য সংগীত বিশারদ ভাতখন্ডে ও বিষ্ণুদিগম্বর । ব পক্ষে এই দুই মহাদিকপালের চেষ্টা ও যত্নের ফলেই ভারতীয় উচ্চাঙ্গ সংগীত সংরক্ষিত ও হয়ে আসছে। তারা দুজনেই নিজ নিজ নামানুসারে নিজ নিজ পদ্ধতিতে স্বরলিপি লেখার প্রথা প্রবতন করেন।

Bansuri Gurukul Logo সঙ্গীতের স্বরলিপি পদ্ধতি

আকারমাত্রিক স্বরলিপি

ভারতে আকারমাত্রিক স্বরলিপি উদ্ভাবন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তীকালে তার অনুজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সেই পদ্ধতির উন্নয়ন করেন। এই পদ্ধতির স্বরলিপিতে ‘আ’-কার (-া)-এর মত চিহ্ন ব্যবহার করে তালের মাত্রা চিহ্নিত করা হয় এবং এ কারণেই এই পদ্ধতির নাম আকারমাত্রিক। এই পদ্ধতিতে সাতটি শুদ্ধ স্বর এবং পাঁচটি বিকৃত স্বর মিলিয়ে মোট বারোটি স্বর লিখিত হয় আ-কার সহযোগে। স্বরগুলি লিখিত হয় এইভাবে:

সাংকেতিক নামশাস্ত্রীয় নামউৎপত্তি
সাষড়্‌জ বা খরজময়ূরের ধ্বনি হতে
ঋাকোমল ঋষভ
রাঋষভ বা রেখাববৃষভের ডাক হতে
জ্ঞকোমল গান্ধার
গাগান্ধারছাগলের ডাক হতে
মামধ্যমশৃগালের ডাক হতে
হ্মাতীব্র বা কড়ি মধ্যম
পাপঞ্চমকোকিলের ধ্বনি হতে
দাকোমল ধৈবত
ধাধৈবতঘোড়ার ডাক হতে
ণাকোমল নিষাদ
নিনিষাদ বা নিখাদহাতির ডাক হতে

 

মন্দ্র সপ্তক বা উদারার স্বর চিহ্নিত করতে স্বরের নিচে হসন্ত (্)-এর মত চিহ্ন ব্যবহৃত হয় এবং তার সপ্তক বা তারার স্বর চিহ্নিত করতে স্বরের উপরে রেফ্ (র্‍)-এর মত চিহ্ন ব্যবহৃত হয়। তিনটি সপ্তকে পৃথক ভাবে লিখিত ১২টি স্বর নিচে দেওয়া হল:

মন্দ্র সপ্তক (উদারা)সা্ঋ্রে্জ্ঞ্গা্মা্হ্ম্পা্দ্ধা্ণ্নি্
মধ্য সপ্তক (মুদারা)সারেজ্ঞগামাহ্মপাধাণানি
তার সপ্তক (তারা)র্সার্ঋর্রের্জ্ঞর্গার্মার্হ্মর্পার্দর্ধার্ণর্নি

 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান অর্থাৎ রবীন্দ্রসংগীত সহ অন্যান্য সমস্ত বাংলা গানে এই পদ্ধতিতে স্বরলিপি লিখিত হয়।

 

ভাতখণ্ডে স্বরলিপি

মন্দ্র সপ্তক (উদারা)सा़रे़॒रे़ग़॒ग़म़मऺ़प़ध़॒ध़नि़॒नि़
মধ্য সপ্তক (মুদারা)सारे॒रेग॒मऺध॒नि॒नि
তার সপ্তক (তারা)सांरें॒रे़ंगं॒ग़म़मऺंधं॒ध़निं॒निं

 

 

google news
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

পাশ্চাত্য স্বরলিপি পদ্ধতি

পাশ্চাত্য দেশ গুলিতে মোট চার প্রকার স্বরলিপি পদ্ধতি প্রকাশিত ছিল, যথা:

  1. সোল্‌ফা পদ্ধতি (Solva Notation)
  2. ন্যুম্‌স্ পদ্ধতি (Neumes Notation)
  3. চীভ্ পদ্ধতি (Cheve Notation)
  4. স্টাফ পদ্ধতি (Staff Notation)

বর্তমানে ন্যুম্‌স্ স্বরলিপি পদ্ধতির উন্নততর সংস্করণ স্টাফ স্বরলিপি পদ্ধতি পাশ্চাত্য দেশসমূহে প্রচলিত। নীচে এই স্টাফ স্বরলিপি পদ্ধতি বিশেষত্বগুলিরই আলোচনা করা হলো:

  • এই পদ্ধতিতে ৫টি সমান্তরাল রেখার মধ্যে বা উপরে স্তরগুলি লিখতে হয় এবং এগুলি সাজানো হয় সর্বনিম্ন লেখা থেকে ক্রমশঃ ঊর্ধ্বাভিমুখী-ভাবে। এই ৫টি সমান্তরাল রেখা কে বলা হয় staff। “The five lines and spaces between them by which the relative pitch of sound is fixed”। তবে প্রয়োজন মতো এই পাঁচটি লেখার উপরে বা নীচে আরও ছোট ছোট সমান্তরাল রেখা বসানো যেতে পারে এবং এই অতিরিক্ত রেখাগুলিকে বলা হয় লেজার লাইন (leger line)। “The effect of these leger lines is to add for the time additional lines to the staff.”
  • স্বর উঁচু বা নীচু বোঝাতে হলে যে চিহ্নটি ব্যবহৃত হয় তাকে বলা হয় ক্লেফ্ (clef)। “To fix the alphabetical names of notes placed no a staff, a sign called a clef is used.” —ক্লেফ্ তিন প্রকার, যথা: ‘F’ ক্লেফ্, ‘C’ ক্লেফ্ এবং ‘G’ ক্লেফ্। ‘F’ ক্লেফ্-এর আর একটি নাম বাস ক্লেফ্ (bass clef)। কারণ মন্দ্র বা অতি মন্দ্র স্বরগুলি বোঝাতে হলে ‘F’ ক্লেফ্ ব্যবহার হয়। আবার তারার স্তরগুলি বোঝাতে হলে ‘G’ ক্লেফ্ ব্যবহার হয়, তাই একে ট্রেব্‌ল্ ক্লেফ্ (treble clef) বলা হয়।
  • স্বরগুলি লেখা হয় ডিম্বাকৃতি চিহ্নের সাহায্যে এবং এই চিহ্নগুলির সামান্য হেরফের ঘটিয়ে বোঝানো হয় সেইগুলির স্থায়িত্ব। সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থাৎ পূর্ণ মাত্রাসম্পন্ন স্বরটিকে বলা হয় সেমিব্রিভ (semibreve)।

 

আরও দেখুনঃ

Leave a Comment