আজকের আলোচনার বিষয়ঃ বাঁশি শিক্ষায় কয়েকটি রাগের আলাপ ও আরোহণ-অবরোহণ। আলাপ হল একটি সাধারণ উত্তর ভারতীয় শাস্ত্রীয় পরিবেশনার উদ্বোধনী অংশ। এটি সুরেলা ইম্প্রোভাইজেশনের একটি রূপ যা একটি রাগ প্রবর্তন করে এবং বিকাশ করে। আরোহণ হচ্ছে নীচের স্বর থেকে উপর দিকে যাওয়া- উদারা থেকে মুদারা, মুদারা থেকে তারা। অবরোহণ হচ্ছে ঠিক উলটা পথে- তারা থেকে মুদারা, মুদারা থেকে উদারা। আশা করি উদারা, মুদারা এবং তারা এই তিন সপ্তকের কথা ভুলে যান নি। তা আপনি যেমন বাড়ীর সব কটি ধাপ সব সময় ব্যবহার করেন না, রাগের আরোহণ অবরোহণ প্রায় তাই।
কয়েকটি রাগের আলাপ ও আরোহণ-অবরোহণ
সুর মল্লার
আরোহণ:
স র ম প ন র্স
অবরোহণ :
র্স ণধ ম প ম র স
আলাপ
স ন্ ণ্ প্ ম্ প্ ন্ প্ ন্ প্ ন্ স ……..
সর মরম র ম ম র রর ম র প ম প
ম র সর স ন্ স ণ ধম্ প্ ণ ধ ন্ ন্ স
নৃ সমর সর, মর সর ম র প –
মপ নন র্স ণ ধ ম প ম রস
সন প্ ম্ প্ ম্ প্ ন্ ন্ ধ ন্ স
মিয়াকি মল্লার
আরোহণ:
স র ম প ন র্স
অবরোহণ :
র্স ণ ধ প ম জ্ঞ ম র স।
আলাপ
সন্ স, নৃ স ণ ধ প প ন্, নৃ ণ ধ প প ন্ ন্ স ..
স র ন স ণ ধ প্ প ন্ ন্ স র মর জ্ঞ ম র নৃ স ণ ধ প
প্ ন ণ ধ প, প্ ন্ ন্ স ……..
সর ম র স র ম প মর জ্ঞম রস নূস ণধ প্
প্ ন্ স ন্ স ণ ধ প্, প ন্ ন্ স ।
স র ম প ন ণধপ, পনর্স…..
নূপুর ধ্বনি (পান্নালাল ঘোষ রচিত)
আরোহণ:
স ঋ জ্ঞ প ন র্স।
অবরোহণ :
র্স ন প জ্ঞ ঋস।
আলাপ
সন্ প, প্ ন স র, প্ ন্ স, স ন্ প, প্ ন্ সর জ্ঞ রস
ন্ স র জ্ঞ র স, রস জ্ঞ র স, প্ র জ্ঞ রস, পজ্ঞ রস।
স র জ্ঞ র স র জ্ঞ রস, স রস, পূ রস, পন্স ।
প্ ন্ স র জ্ঞ র স ন স র জ্ঞ র স স র জ্ঞ রস ।
সর জ্ঞপ জ্ঞর স স র জ্ঞ প ন প জ্ঞ প জ্ঞরস
স র জ্ঞ প ন প ন র্স র্র প ন ন র্স …….
মেঘ মল্লার
আরোহণ:
স র ম প ণর্স
অবরোহণ :
র্স ণ প ম র স।
সোহিনী
আরোহণ:
স গ ক্ষ ধ ন র্স ।
অবরোহণ :
র্স ন ধ ক্ষগ ঋস ।
রাগ-সরস্বতী
আরোহণ :
স র ক্ষ প ন র্স
অবরাহেণ :
র্স ণ ধ প ক্ষ র স।
কম্পোজিশন
প – ধ প । + গ —। র – গ – র গ – – ।
র্স – – – । ন —। ধ – – – । প —।
গ – প – । গ প – – । ন — ধ । – ন — 1
র্স – – – । – – – – – – । ধ – – – ।
প – – – । রগ — র প —
রাগ- টোড়ি (সকাল)
স ঋ জ্ঞ হ্ম প দ ন র্স
র্স ন দ প হ্ম জ্ঞ ঋস।
মূলতানি (চতুর্থ প্রহর)
ন্ স জ্ঞ হ্ম প দ ন র্স
স ন দ প হ্ম জ্ঞ ঋ স
পুরিয়া ধানেশ্রী (সন্ধ্যাকাল) বাদী প সমবাদী স
স ঋ গ হ্ম প দ ন র্স
র্স ন দ হ্ম গ ঋ স
আলাপ
স… ঋন, ন স গ…
হ্ম গ হ্ম ঋ গ হ্মগ ঋস ।
রাগ-ছায়ানট
আরোহণ :
স র গ ম প ধ প হ্ম প ন ধ র্স
অবরোহণ :
স ন ধ প হ্ম প গম রস
আলাপ
স র গ র স, স রগ মগ রস
স-রগ মগ মপ মগ রস
গরগম পক্ষপ গম
রাগ : উত্তমা (দ্বিতীয় প্রহরের)
অবরোহণ : স, গগ, প, ধ র্স
অবরোহণ : র্স ধ প গ ঋ স
রাগ : দীপাবলী
আরোহণ:
স র গ ম ক্ষ ম ধ ন র্স
অবরোহণ :
র্স ন ধ ম ক্ষ গ ম গ র স
বেহাগ
আরোহণ:
স গ ম প ন র্স
অবরোহণ :
স ন ধ প (ক্ষ গ) মগ রস
রাগ দীপক :
আরোহণ :
স গ ম ধ ন র্স
অবরোহণ :
র্স ন ধ মগ ঋ স ।
ঝিঁঝোটি-
আরোহণ :
স র গ ম প ধ ণর্স
অবরোহণ :
স ণ ধ প ম গ ব স ।
রাগ-রাগেশ্রী :
আরোহণ :
স গ ম ধ ন স,
অবরোহণ :
স ণ ধ ম গ ম র স ।
রাগ দেশ :
আরোহণ :
স র ম প ন র্স
অবরোহণ :
র্স ণ ধ প ম গ র ন্ স বাদী : র সমবাদী – প
রাগ- বসন্ত :
আরোহণ :
স গ হ্ম দ ঋ র্স
অবরোহণ :
র্স ন দ প, ক্ষ গ, ক্ষগ ক্ষগ
আরও দেখুনঃ