আজকে আমরা রাগ জয়জয়ন্তী সম্পর্কে আলোচনা করবো।

রাগ জয়জয়ন্তী
রাগের শাস্ত্রীয় পরিচয়
১. জয়জয়ন্তী খাম্বাজ ঠাটের জন্য বা উৎপন্ন রাগ।
২. এ রাগে উভয় গান্ধার ও উভয় নিখাদ ব্যবহৃত হয়। আরোহণে ‘শুদ্ধ’ ‘গ’ ও ‘ন’ অবরোহান কোমল ‘ন’ ও ‘গ’। এটাই সাধারণ নিয়ম। অনেকে দেশের মতো গান্ধার ও ধৈবত বর্জন কে আরোহণ করেন। তবে দেশ রাগ থেকে পৃথক রাখতে ঐ ধরনের আরোহণ না করাই শাস্ত্র ও যুক্তিসম্মত। জয়জয়ন্তী খাড়ব সম্পূর্ণ বর্গের সম্পূর্ণ জাতীয় রাগ।
৩. জয়জয়ন্তীর বাদী স্বর রেখাব ও সমবাদী স্বর-পঞ্চম। ন্যাস-স্বর-ষড়জ, রেখাব ও পঞ্চম, তবে মধ্যম ও শুদ্ধ নিখাদে কিঞ্চিত ন্যাস করা হয়। অবরোহণে ‘রেখাব হতে কোমল নিখাদ। ধৈবত হতে মধ্যম এবং মধ্যম হতে (ম গর) রেখাব বিশেষ মীড়। বাদী স্বর রেখাব হেতু পূর্বাঙ্গ প্রবল ও বিস্তার বহুল রাগ।
8. এটি বক্রগতির রাগ। তবে আরোহণ সাধারণ এবং অবরোহণ বক্র। এক কথায় সরল-বক্র রাগ বলা যায়।
৫. পন্ডিতগণের মতে জয়জয়ন্তী পরমেল প্রবেশক রাগ।
৬. জয়জয়ন্তী নাতি চঞ্চল প্রকৃতির ভক্তি ও শৃঙ্গার রসাত্মক রাগ ।
৭. গীত ও বাদিত হওয়ার সময় শাস্ত্রমতে মধ্য রাত্রি ।

আরোহণ :
নৃ স র গ ম প ন র্স
অবরোহণ :
র্স ণ ধ প ম গ র জ্ঞ র স।
পক্যড় বা মুখ্যাঙ্গ :
র ন স “র রগ মপ গম গর, র জ্ঞ – র স।
রাগ বাচক বিশেষ স্বর সংগতি :
১. র জ্ঞ র স ণ ধ প্ র—
২. র স ধ ণ্ গর অথবা জ্ঞর
সপার্ট তান :
ন্স রগ মপ নর্স, রঞ্জ রর্স বা বর্গ মর্গ রজ্ঞ রস
অথবা রর্গ মপ গর্ম র রর্স ণধ পম, গর জ্ঞর স অথবা গম রজ্ঞ রস।
রাগাঙ্গ তান :
নূস রস ন্স রজ্ঞ রস রগ মগ রক্ত রস রগ মপ ধপ মগ রজ্ঞ রস রগ মপ ধণ ধপ মগ রজ্ঞ রস। রগ মপ নর্স ণধ পম গম রজ্ঞ রস রগ মপ নর্স র্রর্ণ ধপ মগ রজ্ঞ রস রগ মপ নর্স রজ্ঞ রর্স ণধ পম গম রক্ত রস স রগ মপ নর্স বর্গ মর্গ রজ্ঞ র্রর্স ণধ পম গম রজ্ঞ রস, ধৃ পর ধূপ্ প্ স রজ্ঞ রস ।।

স্থায়ী (মধ্য ও দ্রুত) তাল-ত্রিতাল
০ ১ + ৩
1 র র জ্ঞ । র স র ন । সাস স । ন্স রস ণধ প।
গগগ। “র গ ম প ম মগ মগ ম। র জ্ঞ র স।
অন্তরা
মপ ন। “ন র্স ন র্সা ণ ধ প । মগ রজ্ঞ র স।
+ গ গ গ । গর “গ ম প ম মগ মগ ম। র জ্ঞ র স।
স্থায়ীর বিস্তার
র-া ন্ স, *র -1 ণ ধ, প-া-া-া, ম্ প্ ণ ধ, পৃ -াধ, ম, প ণ ধ প ম প ন্ স, র জ্ঞ র স।। ম – 1, প-া-া-া, (প) – মগ, ম “র-1-1। ন্ স র গ ম প গ ম র জ্ঞ র স র নৃ স-া।। ম প ধ ণ, ধ প ম গ, র জ্ঞ র -1, ণ ধ প ধ । ম প ধ -া, মগ র জ্ঞ, রান্ স, “র গ ম প ন র্স র্র- ণ ধ প ম, গ ম র গ ম প গ ম র জ্ঞ র স ণ ধূ পৃ া র র জ্ঞ র স -।।

অন্তরার বিস্তার
১. 1 ম প ন ন র্স ন র্স। ন র্স ন র্স। মগ র গ ম প -1-1।
ধ প-া-া ম প ধ ম, প গ ম র জ্ঞ র গম প ।।
২া. ম পন। “ন র্স ন র্স। মগ র গ ম প ন র্স। র ন র্স-া। র জ্ঞ র স। র্র র্গর্ম র্গ। র জ্ঞ র স। নর্স বর্গ মর্প গর্ম। র জ্ঞ র্র র্স। মপ নর্স রঞ্জ রর্স। ণধ পম পন র্স।।
স্থায়ী — তান
১. +া র র জ্ঞ র স র ন্। নৃস রগ মপ গম । রগ রস র স ।
২. ” ” ” “। ” ” ” ” । নূস রগ মপ ধণ। ধপ মগ রক্ত রস ।
৩. ” ” ” “। ” ” ” ” । নুস রগ মপ নর্স । ণধ পম গর জ্ঞর ।
৪.” ” ” “। ” ” ” ” । রগ মপ ধণ ধপ। মগ মগ রজ্ঞ রস।
৫.” ” ” “। ” ” ” ” । পম গম রক্ত রস । গৃধু প্ রর নৃস ।
৬.” ” ” “। ” ” ” ” । রস ন্স রজ্ঞ রস। রগ মগ রক্ত রস। ধৃ প্ রক্ত রস ।
৭. ” ” ” “।সর্স রর সণ ধপ । মগ মর জ্ঞজ্ঞ রস।
৮. ” ” ” “।পম গম রজ্ঞ রস। রগ মপ ণধ পধ। মপ গম রক্ত রস ।
৯. ” ” ” “। মর্গ বা সর্ব নর্স। পধ পধ মগ রজ্ঞ। সর স ধ পর।
১০. স রগ মপ নর্স। রক্ত রস ণধ পম। গম রক্ত রস ধ্র। ম্প ন্স রজ্ঞ রস ।
১১. ” ” ” “। ” ” ” ” । ন্স রজ্ঞ রগ মপ। গম পধ মপ নর্স। পন সর্র নর্স রক্ত। বর্গ মর্গ বর্গ রস। নর্স ণধ পধ মগ । রক্ত রস পূর। র রজ্ঞ রস রন্। স – র স – রন্। স-া সস।
১২. “নূস রক্ত রজ্ঞ রস। রগ মপ মপ মগ। মপ নর্স নর্স ণধ। পন সর সর সন। সর্ব গর্ম গর্ব আর ন রক্ত রস রন। পন সর্র সন রণ। ধপ মগ রক্ত রস । স রগ মপ নর্স। রঞ্জ রর্স ণধ পম। গম রঞ্জ রস। -র রজ্ঞ রস রন্। স র রজ্ঞ রস রন্। স র রক্ত রস রন্। স-া সস।
১৩. সর নূস রজ্ঞ রস। রগ মগ রজ রস। রগ মপ মগ রজ। রস রম পধ মগ। রজ্ঞ রস রগ মপ। ধণ ধপ মপ গম। রজ্ঞ রস রগ মপ। নর্স ণধ পম গম। রজ্ঞ রস নস রগ। মপ নর্স র্রর্ণ ধপ । ধম পগ মর জ্ঞর। স, নূস রগ মপ। নর্স র, রর্স ণধ পম গর জ্ঞর স র রজ্ঞ রস রন। স-া। র – । রজ। রস র স া র রজ্ঞ রস রন । স া স স ।

অন্তরার তান
১. া ম প ন। “ন র্স ন র্স। সর্ণ ধপ মগ রক্ত। রস রগ মপ নর্স ।
২. ” ” ” “। ” ” ” ” । সর্র নর্স রজ্ঞ রস । ণধ পম পন স ।
৩.” ” “। সর্র নর্স পণ ধপ । মপ গম রক্ত রস। রগ মপ নন স -।
8.” ” “। মর্গ রজ্ঞ সর্র নর্স। পধ মপ গম রক্ত। রস রগ মপ নর্স ।
৫.” ” “। ” ” “। নর্স রঞ্জ রর্স নর্স। বর্গ মর্গ রক্ত রস । স রক্ত রস স। রগ মগ রজ্ঞ রস। বর্গ মর্গ রজ্ঞ রস । ণধ পম পধ ণর্স ।।
৬. মর্গ রজ্ঞ রস নর্স। রস নর্স ণধ পধ। ণধ পধ মগ রজ্ঞ। রস স ধ পৃধ্র। পধ ণধ মপ নস । রঞ্জ রস রণ মপ। ধণ ধপ মপ নর্স। রক্ত রস রন স -।
৭.” ” ” “। ” ” ” ” । “সর্স, নর্স, পন র্স-। মপ নর্স, রগ মপ । নন র্স – স রগ। মপ নর্স, রন স । রজ্ঞ রস রন স-। রর্গ মর্গ রক্ত রস। রন স- বর্গ মৰ্প। গর্ম রক্ত রস রন। সর্ব সর্ণ ধপ মপ। নর্ম রঞ্জ রন স-।।
তেহাই
৮. র্স ণ ধ ণ। ধ প ম প ন র্স র্র জ্ঞ। র্র র্স ণ ধ ।
প ম গ ম র জ্ঞ র স – র র জ্ঞ র সরন।
সা র ন্ । স-া র ন্। স-া সস। ——- |
আরও দেখুনঃ
