আজকে আমরা রাগ পিলু সম্পর্কে আলোচনা করবো। বাঙালির প্রিয় রাগরাগিনীগুলো খুঁজলে পিলু, ভৈরবী, ইমন, জয়জয়ন্তী, কাফি, খাম্বাজ, বেহাগের নাম অনায়াসে চলে আসে। পিলুকে এইসব অভিজাত সুরের সাথে স্থান দেয়ার কারণটা বোধহয় এই যে,পিলু প্রেম-বিরহ-ভক্তির রাগ–আর আমাদের প্রিয় গানগুলো পিলুর ছায়াতে সুর করা। নজরুল শুনলে মনে হবে পিলুর জন্মই বিরহের জন্য। পিলু শাস্ত্রের ধরাবাধা নিয়ম মানে না। পিলু বিরহী ক্ষত হৃদয়কে অনুসরণ করে। শাস্ত্রের পন্ডিতদের কাছে এটি ইতরজনের প্রিয় সুর। এর শরীরী আবেদন প্রচ্ছন্ন থাকেনা। মানসিক স্থিরতার চাইতে চঞ্চল শৃঙ্গারমুখর আবেগ একে অধিক সার্থক করে তোলে।

রাগ পিলু
রাগের শাস্ত্রীয় পরিচয়
১. কাফি ঠাটের জন্য রাগ পিলু।
২. ব্যবহারিক স্বরগুলোর নাম বলা শক্ত, যেহেতু বিভিন্ন মতে প্রচলিত এবং কাফি, খাম্বাজ, ভীমপলশ্রী, ভৈরবী, গৌরী প্রভৃতি রাগগুলো মিশ্রণে রচিত।
৩. এই রাগের জাতি সম্পূর্ণ এবং চলন বক্র।
8. এটি সংকীর্ণ শ্রেণির ক্ষুদ্র শৃঙ্গার রসাত্মক রাগ ।
৫. বাদী স্বর – গান্ধার ও সমবাদী স্বর নিখাদ এবং সেই হেতু পূর্বাঙ্গ প্রবল রাগ ।
৬. দিবা তৃতীয় প্রহরে গীত ও বাদিত হয় ।
আরোহণ: স জ্ঞ র সগ মপ দপ মপ
অবরোহণ : র্স ণ ধ প মগ মপ জ্ঞ র স।

অথবা
আরোহণ : নৃ স র জ্ঞ ম প দ ন র্স
অবরোহণ : র্স ণ ধ প ম জ্ঞ র স ন্ স।
পক্যড় বা মূখ্যাঙ্গ :
গ ম দ প জ্ঞঃ রঃ স ন্ স।
সপার্ট তান :
গম পণ সজ্ঞ রর্স ণধ পম জ্ঞর স স

আলাপ
প্ ন্ স জ্ঞ — র — র — স — জ্ঞ ম প ম — প
গ — ম — ন — — — — র — র্স — — র —
র্স — ণ — দ — প — ম — প — জ্ঞ ম — জ্ঞ — র — স —-।
বি. দ্র. :
পিলু রাগটি কোন ঠাটের পর্যায়ভুক্ত তা বলা খুবই শক্ত। তবে দুই গা, দুই নিযুক্ত পিলুকেই শুদ্ধ পিলু বলা উচিত । কিন্তু কারো কারো মতে দুই গা, দুই নি ও দুই ধা স্বর যুক্ত পিলুই শুদ্ধ পিলু। আবার কেউ এর সাথে কোমল ঋষভও ব্যবহার করেন। অনেকে পিলুকে একটি ঠাটও বলে থাকেন। তবে আমার মতে একে মিশ্র ঠাট হতে উৎপন্ন (রাগ না বলে) “ধুন” বলাই উচিত। তান সেনী প্রকার পিলু রাগের “গা ও ধা” কোমল এবং অন্যান্য স্বরগুলো শুদ্ধ; তবে কচিৎ কোমল নিখাদ ও শুদ্ধ ধৈবতের প্রয়োগও হতে দেখা যায়। ঠুমরী । তাল – যৎ অথবা ত্রিতাল ।

স্থায়ী
°গ ম পণ দপ । ম জ্ঞর – সন্। স —। র- সন্।
অন্তরা
– জ্ঞম প ন । র্স – র্স – । ন ন র্স র্র র্স ণ ধ প
– পপ প প প দ ম প । নধ পম জ্ঞর জ্ঞর। রক্ত রক্ত সর স ।
অথবা
গ ম প ন র্স র্স ন র্স জ্ঞ র্র র্স ণ ধ প ।
– প প প ম প গ ম । পদ পম জ্ঞর স । রক্ত রক্ত সর নস ।

বোলসহ তান
১. °গ ম পণ ধপ জ্ঞ জ্ঞর সন্। সণ্ ধূপ্ প্ স। রম পদ জ্ঞ স ।
২.” ” ” ” । ” ” ” ” । ন্স গম পন সর্র । সর্ণ দপ জ্ঞ সন্ ।
৩.” ” ” ” । ” ” ” ” । গম পন সজ্ঞ রস । ণধ পম জ্ঞর সন্ ।
8. *ন্স গম পধ মপ। গম পধ নর্স ধণ। মপ নর্স র সর। সর্ণ দপ জ্ঞ সন্।
৫. “স জ্ঞর মজ্ঞ পম। ধপ নধ সর্ন রস। জ্ঞর স স র্স। সন রস জ্ঞর সন্।
তেহাই
গ ম পণ ধপ জ্ঞ র স ন্
গ ম পণ ধপ জ্ঞ র স ন্
গ ম পণ ধপ জ্ঞ র স ন্
স ……..
আরও দেখুনঃ
