রাগ চন্দ্রকোষ

আজকে আমরা রাগ চন্দ্রকোষ সম্পর্কে আলোচনা করবো। চন্দ্রকোষ রাগটি উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের “কোষ” পরিবারের একটি রাগ।

 

রাগ চন্দ্রকোষ
রাগ চন্দ্রকোষ

 

রাগ চন্দ্রকোষ

এই রাগে গ ও ধ কোমল হয়। বাদী ম সমবাদী স জাতি-ঔড়ব ঠাট ভৈরবী সময় ঃ রাত্রি তৃতীয় প্রহর ।

 

তাল-ত্রিতাল ১৬ মাত্রা

আরোহণ:

সজ্ঞ ম দ ন র্স।

অবরোহণ

ও সনদ মজ্ঞ স।

 

google news
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আলাপ

স ন্ স, দ্–স, জ্ঞ-ম-জ্ঞ স, সন্ স দ্ ন্ স জ্ঞম দম জ্ঞম জ্ঞস, জ্ঞম দন জ্ঞম দন ন র্স… ॐ র্স ন র্স… ন দ ম জ্ঞ ম জ্ঞ জ্ঞম দন সন দন সস, ন স ন দ মজ্ঞ মজ্ঞ স, সজ্ঞ মজ্ঞ ম দ ন দ ন র্স র্স ন

স্থায়ী

“স মম জ্ঞ স । জ্ঞ ম দ ন র্স ন দ । ম জ্ঞম জ্ঞ স ।

– দ্ – ন্ । স জ্ঞ ম । *জ্ঞ মম দম। জ্ঞ মম জ্ঞ স।

অন্তরা

জ্ঞ – মম। দ – ন ন । র্স – র্স র্স । ন জ্ঞ স -।

ন – ন ন । র্স র্স র্স। ন র্স নর্স র্স । নর্স নদ জ্ঞম জ্ঞস ।

 

রাগ চন্দ্রকোষ
রাগ চন্দ্রকোষ

 

তান – ৮ মাত্রা

১. “স মম জ্ঞ স। জ্ঞ ম দ ন । “সজ্ঞ মজ্ঞ মদ নর্স। নদ মজ্ঞ মজ্ঞ স।

২. ” ” ”  | ” ” ”  | ন্‌স জ্ঞম দন সন। দম জ্ঞম জ্ঞস – ।

৩. ” ” ”  | ” ” ”  | সজ্ঞ মজ্ঞ মদ নর্স। নদ মজ্ঞ সন্ স।

তান ১৬ মাত্রা

8. ” ” ” | ” ” ” সজ্ঞ মজ্ঞ জ্ঞম দম। নন দন দম জ্ঞস। সর্স নর্স নদ মজ্ঞ । জ্ঞম দম জ্ঞম জ্ঞম। (+)

তান – ২৪ মাত্রা

৫. “সজ্ঞ মজ্ঞ জ্ঞম দম । নন দন দম জ্ঞস। সর্স নর্স নদ মজ্ঞ। জ্ঞম দম জ্ঞম জ্ঞস। জ্ঞম দন স জ্ঞম । দন স জ্ঞম দন। (‘স)

৬. +সজ্ঞ মজ্ঞ মজ্ঞ মদ। সন দন সন দম। জ্ঞম দম জ্ঞম জ্ঞস । স ন্ সন্ স । (+)

৭. +সজ্ঞ মজ্ঞ মদ নর্স । নদ মজ্ঞ মজ্ঞ স। ন্‌স জম দন সন। দম জ্ঞম জ্ঞস স । (+)

 

রাগ চন্দ্রকোষ
রাগ চন্দ্রকোষ

 

তান – ৩২ মাত্রা

৮. +জ্ঞ মম দ মম। জ্ঞ মম জ্ঞ স । স দৃ সজ্ঞ মজ্ঞ। মদ নদ নর্স জ্ঞস। সন দন সন দম। জ্ঞম দম জ্ঞম জ্ঞস । জ্ঞম দন স জ্ঞম । দন র্স জ্ঞম দন। *র্স – ন দ । জ্ঞ মম জ্ঞ স ।

৯. +সজ্ঞ ম জ্ঞম দ। মদ ন দন স । দন স ম সন। সন দন দম জ্ঞস। জ্ঞম দন সন দন। সসস নজ্ঞ র্স। জ্ঞম দন সম দন । স সর্স ন র্স। জ্ঞম দন র্সন দন । স সর্স নজ্ঞ র্স।(০)

দ্রুত লয় – ত্রিতাল

র্স – ন – । দ জ্ঞম দন। তু —- । টু – —। (বোল – তান) — |

তুরু – – – দ্ – ন্ – । স ন্ স –

তেহাই

+সন দন সন দম। জ্ঞম দম জ্ঞম জ্ঞস। সন দন সন দম। জ্ঞম দম জ্ঞম জ্ঞস। সন দন সন দম । জ্ঞম দম জ্ঞম জ্ঞস। জ্ঞম দন স জ্ঞম। দন র্স জ্ঞম দন। জ্ঞম দন স জ্ঞম। দন স জ্ঞম দন। জ্ঞম দন স জ্ঞম । দন স জ্ঞম দন। র্স………. । ………।

আরও দেখুনঃ

Leave a Comment