আজকে আমরা রাগ ভীমপলশ্রী সম্পর্কে আলোচনা করবো।
রাগ ভীমপলশ্রী
রাগের শাস্ত্রীয় পরিচয়
১. ভীমপলশ্রী কাফি ঠাটের জন্য বা উৎপন্ন রাগ ।
২. এ রাগের ব্যবহারিক স্বরগুলোর মধ্যে ‘গান্ধার’ ও ‘নিখাদ’ কোমল এবং অবশিষ্ট স্বর শুদ্ধ। আরোহণে ‘রেখাব ও ধৈবত’ বর্জিত এবং অবরোহণে ঠাটের সাতটি স্বরই ব্যবহার করা হয়।
৩. রাগটিকে এক কথায় সম্পূর্ণ’ বা ‘ঔড়ব-সম্পূর্ণ’ জাতীয় রাগ বলা হয়। তবে ‘ঔড়ব-সম্পূর্ণ বর্গের সম্পূর্ণ জাতীয়’ বললেই অধিক স্পষ্টত বোঝায় ।
8. এই রাগের বাদীস্বর-মধ্যম এবং সমবাদী স্বর-ষড়জ ন্যাস-স্বর-স ম ও প। পঞ্চমে অধিক ন্যাস (বিশ্রাম) করলে সমস্বরা ও সমপ্রকৃতিক ‘ধানেশ্রী’ রাগ হয়। উভয় রাগের মধ্যে এগুলোই সাধারণ পার্থক্য। মধ্যম বাদী হেতু উভয় অঙ্গেই এ রাগ বিস্তৃত। তাই রাগটিকে উভয় অঙ্গের অথবা উভয়াঙ্গ প্রবল রাগ বলা হয়।
৫. ভীমপলশ্রীর আরোহণে গান্ধারের মধ্যমের কন এবং পঞ্চম হতে গমকসহ নিখাদ উচ্চারিত হবে। অবরোহণে রেখার হতে নিখাদ, নিখাদ হতে পঞ্চমে ও পঞ্চম হতে গান্ধারে কখনো কখনো মীড় ও স্বর সংগতি দেখানো হয়। এ সময় গান্ধার কিঞ্চিত দোলিত হয়। সব শেষে ষড়জে আসার পূর্বে ষড়জের কোণে (স্পর্শ) রেখা উচ্চারিত বা বাদিত হবে ।
৬. ভীমপলশ্রীকে ভীমপলাশ এবং ভীমপলাশীও বলতে শোনা যায়। তবে বেশিরভাগ লোকেই ভীমপলশ্রী বলে থাকেন।
৭. শাস্ত্রমতে দিবা তৃতীয় প্রহরের রাগ ।
বি: দ্র:
নিখাদ হতে পঞ্চমে ও পঞ্চম হতে গান্ধারে মীড় হওয়ায় ভীমপলশ্রীকে অষ্টাদশ কানাড়ার এক প্রকার বলা হয়। রাগটি অত্যন্ত প্রসিদ্ধ ও জনপ্রিয়।
কাফি ঠাটের স্বর-সপ্তক :
স র জ্ঞ ম প ধ ণ ।
ভীমপলশ্রী রাগের স্বরসমূহ :
স র জ্ঞ ম প ধ ণ ।
ধানেশ্রী রাগের স্বরসমূহ :
স র জ্ঞ ম প ধ ণ।
আরোহণ :
নূস জ্ঞ ম প র্স ণর্স ।
অবরোহণ :
র্স ণ ধ প মজ্ঞ রস।
পক্যড় বা মুখ্যাঙ্গ :
রণ, প্ ণ্ প্ স-া, ণ্ স ম প জ্ঞ ম া, ণ্ সজ্ঞা, ণ্ সজ্ঞা সর স -।
সপার্ট তান :
নূস জ্ঞম পণ সজ্ঞ র্রর্স ণধ পম জ্ঞম জ্ঞর স ।
রাগাঙ্গ তান :
স জ্ঞম, স জ্ঞম পম জ্ঞম। নূস জ্ঞম পধ মপ জ্ঞম, ণ্স জ্ঞম পণ ধপ মজ্ঞ ম, স জ্ঞম পণ সণ ধপ মজ্ঞ ম স জ্ঞম পণ সর্র সর্ণ ধপ মজ্ঞ ম- ণস জ্ঞম পণ সজ্ঞ র্রর্স ণধ পম জ্ঞম জ্ঞর স।
বি. দ্র. :
উপরিউক্ত তানগুলোর মধ্যমের (বাদী হেতু) প্রাধান্য রয়েছে। ভীমপলশ্রীর বিশুদ্ধতা বজায় রাখতে আলাপ ও তানে ঐভাবে মধ্যমের ব্যবহার করতে হবে। পঞ্চম স্থিতি হলে ধানেশ্রী রাগ হবে। কাজেই দুটি রাগের এই বিশেষ পার্থক্য সম্পর্কে যথেষ্ট সচেতন না থাকলে বিশুদ্ধ অর্থাৎ শাস্ত্রানুসারে কোনোটিই হবে না ।
আলাপ
স ণ্ ণ্ ধৃ প, প্ ণ্ ণ্ স, ণ্ স জ্ঞ র জ্ঞ র স, ণ্ স জ্ঞ মজ্ঞ রস। ণ্ স ণ ধূপ, স জ্ঞ রস, স জ্ঞমপ, ম পঞ্চমপ, জ্ঞমর জ্ঞমরস। স জ্ঞম পণ ধপ, মপজ্ঞ মজ্ঞ রস। ণ-স জ্ঞ ম পণ সণ ধপ মজ্ঞ ম, ণ্ স জ্ঞম পণ সর্র সণ ধপ মজ্ঞম, স জ্ঞম পণ সজ্ঞ র্রর্স ণধ পম জ্ঞম জ্ঞ র স।
স্থায়ী
প ণ ধ প । ম প জ্ঞ ম । +প – – জ্ঞম। জ্ঞ র স -।
– রর সণ্ । সম – মম। পম জ্ঞ ম প । জ্ঞ – র স।
স্থায়ীর বিস্তার
১. “স-ার-া। – ণ্ -1 প্ সণ্ । সা ণ্ স । প্ সণ স -া
২. সা র ণ । স -1 ণ্ স। প্ ণ্ স র । ণ -া স -া
৩. স র ণ্ স। জ্ঞ া া াম জ্ঞ-া-া। ণ্ স জ্ঞ ম । জ্ঞা ণ্ স। প্ ণ্ সজ্ঞ। র স স । “জ্ঞা র
৪. স।। স র ণ্ স। মা। পজ্ঞ মা। ণ্ স জ্ঞ ম। মা প জ্ঞ। মা ণ্ স। জ্ঞ-া রস। র ণ্ স না।
৫. ণ্ স ম জ্ঞ । মা জ্ঞ ম। সজ্ঞ মা। ণ্ সজ্ঞ ম প জ্ঞ ম া। প্ ণ্ সজ্ঞ। ম প জ্ঞ ম । জ্ঞ র স -া।।
৬. সার্স। ণ-ারণ। পৃ ণূসর। – ণাপূর্ণ। ধৃ প্ প । ণ-ারণ। স র ণ স ।জ্ঞা র স।।
৭. ণ্ স জ্ঞ ম । প-া জ্ঞ ম । সজ্ঞ মপ। “জ্ঞ মা। সমজ্ঞ মপ জ্ঞ ম প ণধ প। মা জ্ঞম।প ণ ধ প । ম জ্ঞ প া া সজ্ঞ। স রা স-া।।
অন্তরা
– প প প । ম প জ্ঞ ম া পণ প। সণ ণ স -। সণ ণর্স মর্জ্জ। র সর স -। সণ ণ স র্র। সর্ণ ণ ধ প । পর্স ণ ধ প । ম জ্ঞ ম জ্ঞ। পর্সণ ধপ মপ মপ। সর্ণ ধপ মজ্ঞ রস।
অন্তরা বিস্তার
১. মপ মজ্ঞ ম। পণা পণ। র্সা র্রণ। সাশা।
পণ র্স র্র। ণ -াপণ। সা পণ। পজ্ঞ মা।।
২. প ম প জ্ঞ। া ম প ণ। র্সা ণ ধ । প-া মজ্ঞ ।
মা-া। ণ্ স ম জ্ঞ। মা, জ্ঞ ম প সণ স-া।
৩. নস জ্ঞম পণ সর্র। সর্ণ ধপ মজ্ঞ মপ । ণা, পণ। স-া-া-া।
র্র ণ র্সা। পণ সর্র ণ র্স। জ্ঞ র্র র্স। র ণ স-া।
মজ্ঞ ম প সর্ণ। সজ্ঞ র্র র্স। মজ্ঞ র্র র্স। ণধ পম পণ র্স ।।
“পণ ধ প ম প জ্ঞ ম । ‘ণস মজ্ঞ মপ জ্ঞম। পণ ধপ মজ্ঞ রস।
তান ৮ মাত্রা
১. প ণ ধ প । ম প সজ্ঞ রস । ণস মজ্ঞ মপ জ্ঞম। পণ ধপ মজ্ঞ রস ।
২. ” ” ” ” | ” ” ” ” | ণস জ্ঞম পণ সর্ণ। ধপ মজ্ঞ মজ্ঞ রস।
৩. ” ” ” ” | ” ” ” ” | জ্ঞম পণ সজ্ঞ রস । ণধ পম জ্ঞর স ।
8. ” ” ” ” | ” ” ” ” | মজ্ঞ পম ধপ নধ। সর্ণ ধপ মজ্ঞ রস ।
৫. ” ” ” ” | ” ” ” ” | পণ সজ্ঞ মজ্ঞ রস । ণণ ধপ মজ্ঞ রস ।
৬. ” ” ” ” | ” ” ” ” | ণণ ধপ মপ জ্ঞম। পণ ধপ মজ্ঞ রস ।
৭. ” ” ” ” | ” ” ” ” | সর্ণ পণ সজ্ঞ রস । ণধ পম জ্ঞর স ।
৮. ” ” ” ” | ” ” ” ” | জ্ঞজ্ঞ র্রর্স ণধ পম । ণণ ধপ মজ্ঞ রস।
৯. ” ” ” ” | ” ” ” ” | ণস জ্ঞম পম জ্ঞম। পণ ধপ মজ্ঞ রস ।
১০. ” ” ” ” | ” ” ” ” | পম জ্ঞম পণ ধপ। সর্ণ ধপ মজ্ঞ রস ।
১১. ” ” ” ” | ” ” ” ” | জ্ঞম প জ্ঞমপ ণপ। সণ ধপ মজ্ঞ রস।
১২. ” ” ” ” | ” ” ” ” | সণ ধপ মজ্ঞ মপ । সণ ধপ মজ্ঞ রস ।
১০ মাত্রা তান ৬ মাত্রা
১৩. প ণ ধ প । ম প জ্ঞ ম প-া সর ণর্স। ধণ পধ মপ সপমজ্ঞর।
১৪. ” ” ” ” | ” ” ” ” | ” ” ‘সর্ণধ সর্ণধ। সরণ রসণ সর্ণধপ মজ্ঞরস ।
১৫. ” ” ” ” | ” ” ” ” | ” ” পমম পণধপ। সর্ণধপ মজ্ঞরস মজ্ঞ রস
১৬. ” ” ” ” | ” ” ” ” | ” ” জ্ঞম প জ্ঞম পপ সনধপ মজ্ঞরস।
১০ মাত্রার তান
১৭. প ণ ধ প । ম প সজ্ঞ রস । গৃধ পৃথ্ব পর্স ণধ । পম জ্ঞর মজ্ঞ রস ।
১৮. ” ” ” | ” “সজ্ঞ রস। মজ্ঞ রস পম জ্ঞর সজ্ঞ রস মজ্ঞ রস।
১২ মাত্রার তান
১৯. প ণ ধ প । স জ্ঞম জ্ঞস জ্ঞম। “পণ ধপ সণ ধপ । সর্ণ ধপ মজ্ঞ রস ।
২০. ” ” ” ” | সজ্ঞ রস ধ প । স প্রস জ্ঞর স । পম জ্ঞম জ্ঞর স ।
২১. ” ” ” ” । পণ সর্র সণ ধপ জ্ঞর সণ ধপ মপ । সণ ধপ মজ্ঞ রস ।
২২. ” ” ” ” । সর্ম জ্ঞর সণ ধপ জ্ঞর সর্ণ ধপ মপ। সণ ধপ মজ্ঞ রস ।
২৩. ” ” ” ” । স জ্ঞম পণ সর্র। সণ ধপ মপ জ্ঞম। পম ধপ মজ্ঞ রস।
২৪. ” ” ” ” । জ্ঞম পণ স রস । ণধ পম জ্ঞম পণ । সণ ধপ মজ্ঞ রস ।
২৫. ” ” ” ” | পণ সজ্ঞ মজ্ঞ রস । ণধ পম জ্ঞম পণ । সর্ণ ধপ মজ্ঞ রস ।
২৬. ” ” ” ” । সণ ধপ মজ্ঞ রস । স জ্ঞম পণ সর্ণ। ধপ মজ্ঞ মজ্ঞ রস ।
২৭. ” ” ” ” । জ্ঞজ্ঞ র্রর্স ণধ পম। জ্ঞম পণ ধপ মপ। ণণ ধপ মজ্ঞ রস ।
১৪ মাত্রার তান
২৮. প ন মজ্ঞ রস । ণধ পধ জ্ঞর সর্ণ। ধপ মপ র্রর্স ণধ । পম জ্ঞম সর্ণ ধপ মজ্ঞরস
২৯. ” ” জ্ঞস মজ্ঞ । পম ধপ ণধ সর্ণ। রস জ্ঞর জ্ঞর সর্ণ। ধপ মজ্ঞ সর্ণধপ মজ্ঞরস ।
১৬ মাত্রার তান
৩০. ণস জ্ঞম পণ সজ্ঞ। মজ্ঞ রস ণধ মপ । জ্ঞম পণ সজ্ঞ রস । ণধ পম জ্ঞর স ।
৩১. জ্ঞ র্রর্স ণধ পম। জ্ঞম জ্ঞর স জ্ঞম। পণ সজ্ঞ র্রর্স ণধ পম জ্ঞম জ্ঞর স ।
৩০. ণস জ্ঞম পম জ্ঞম। পণ সর্ণ পণ সজ্ঞ। মজ্ঞ রর্স ণধ পম। জ্ঞম জ্ঞর স স ।
৩১. স জ্ঞস জ্ঞম জ্ঞম। পম পণ পণ সর্ণ। সজ্ঞ, মজ্ঞ রর্স ণধ পম জ্ঞম জ্ঞর স ।
৩২ মাত্রার তান
৩২. ণস জ্ঞম সজ্ঞ মপ । জ্ঞম পণ মপ ণর্স। পণ সজ্ঞ ম রস। জ্ঞর সণ রর্স ণধ । সণ ধপ ণধ পম । জ্ঞম জ্ঞর ণস জ্ঞম। পণ সজ্ঞ মজ্ঞ রস । ণধ পম জ্ঞর স ।
৩৩. ণস জ্ঞম পম পম । জ্ঞম পণ সর্ণ সৰ্ণ । পণ সজ্ঞ মৰ্ত্ত মৰ্ত্ত । পর্ম অর্ম জ্ঞর স । জ্ঞজ্ঞ রর্স ণর্স ণর্স । রর সণ ধণ ধণ। সণ ধপ মপ মপ । ণণ ধপ মজ্ঞ রস।
৩৪. ‘স জ্ঞম পম জ্ঞর । সজ্ঞ মপ ণধ পম । জ্ঞম পণ সণ ধপ। মপ ণর্স অর সণ । পণ সজ্ঞ মজ্ঞ রস । ণধ পম জ্ঞম জ্ঞর । স জ্ঞম পণ সর্র। সণ ধপ মজ্ঞ রস ।।
৪০ মাত্রা
৩৫. স মজ্ঞ মজ্ঞ রস। ‘জ্ঞম ণধ ণধ পম। পণ সর্ণ সণ ধপ । ণর্স মজ্ঞ মজ্ঞ রস । ণধ পম জ্ঞর স । সজ্ঞ মপ ণর্স জ্ঞর । সর্ণ ধপ মজ্ঞ রস । পম জ্ঞর সস রণ। স- স- সস রণ। স- স- সস রণ্ । (+)
৩৬. “স মজ্ঞ মপ জ্ঞম। মপ সর্ণ সর্র ণর্স। ণর্স মঞ্জু মৰ্প জ্ঞৰ্ম । পর্ম অর্ম জ্ঞর সর্ণ। পণ সর্র সর্ণ পণ । সর্ণ ধপ মজ্ঞ রস । পম জ্ঞর সস রণ। স- স-, পম জ্ঞর। সস রণ্ স স । পম জ্ঞর সস রণ । (+)
৩৭. মজ্ঞ মজ্ঞ রস স। পূর্ণ সজ্ঞ মজ্ঞ রস । ণধ ণধ পম জ্ঞম। সজ্ঞ মপ ণধ পম । মজ্ঞ মজ্ঞ র্রর্স ণর্স। পণ স মজ্ঞ রস । মপ ণর্স জ্ঞর সর্ণ। জ্ঞম পণ সণ ধপ। সজ্ঞ মপ ণধ পম। জ্ঞম জ্ঞর স স । (+)
তেহাই
সর্ণ ধণ সণ ধপ । মপ ধপ মজ্ঞ রস। সর্ণ ধন সণ ধপ । মপ ধপ মজ্ঞ রস ।
সর্ণ ধণ সণ ধপ । মপ ধপ মজ্ঞ রস। ধণ র্স ধণ র্স। ধণ ধণ র্স ধণ ।
র্স ধণ ধণ র্স । ধণ র্স ধণ স ———
আরও দেখুনঃ